তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৩ হাজারের কাছাকাছি

|

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ৪৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে মরদেহ উদ্ধারের সংখ্যা। দুর্যোগের ১০ দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ সরানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, তুরস্কেই ৩৭ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার হয়েছে। সিরিয়ায় এ সংখ্যাটি ছয় হাজারের ওপর। এ পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম সামলাতে ১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির দাবি, এমন দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন দুর্গত এলাকার মানুষ, যা ভাষায় বর্ণনা করা যায় না। তাদের সংকটের মুহূর্তে গোটা বিশ্বের উচিত তাদের পাশে দাঁড়ানো।

বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধ ও ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ঢুকেছে ১১৯টি ত্রাণবাহী ট্রাক। তবে সেই ত্রাণ যথেষ্ট নয় বলে দাবি করেছে সেবা সংস্থাগুলো। ৭.৮ মাত্রার জোরালো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অঞ্চলটির দুই কোটি ৬০ লাখের বেশি বাসিন্দা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply