তুরস্কে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

|

সিলেট ব্যুরো:

প্রবল ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ। বিষয়টি এরই মধ্যে তুরস্ককে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পরই এ বিষয়ে জানাবে তুরস্ক।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক এক কর্মশালায় উপস্থিত হয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে উদ্ধার কাজে সহায়তার জন্য যেসব দল ইতোমধ্যে তুরস্কে আছে, তাদের আরও কিছু সময় সেখানে রাখার অনুরোধ করেছে তুরস্ক। বাংলাদেশ এতে রাজি হয়েছে। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৫ বাংলাদেশি শিক্ষার্থীকেও বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply