রাজউকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তারা জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
রাজউকের কর্মকর্তারা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত নগরী গড়তে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ রাজউক শাখার নেতৃবৃন্দ- রাজউকের নগর পরিকল্পনাবিদ ও ডিটেইল এরিয়া প্লান ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফফর আহমদ, উপপরিচালক ইলিয়াস মোল্লা, রিদুয়ান ছায়েদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি দীর্ঘ প্রায় ৮ বছর পর রাজউকের বর্তমান চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা, পিএএ এর আন্তরিকতা ও দিক নির্দেশনায় নগর পরিকল্পনাবিদ, পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নগর স্থপতি, উপ-পরিচালক, উপ-নগর পরিকল্পনাবিদ, উপ-স্থপতি, অথরাইজড অফিসার, নির্বাহী প্রকৌশলী আইন কর্মকর্তা হিসেবে ৭২ জন কর্মকর্তার পদোন্নতি দেয়া হয়।
ইউএইচ/
Leave a reply