এক হাজার টেস্ট উইকেটের এলিট ক্লাবে অ্যান্ডারসন-ব্রড জুটি

|

ছবি: সংগৃহীত

ইতিহাসের দ্বিতীয় বোলিং জুটি হিসেবে এক হাজার টেস্ট উইকেট’র এলিট ক্লাবে ঢুকে গেলেন ইংলিশ দুই কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নীল ওয়াগনারকে আউট করেন ব্রড। আর, এর মাধ্যমে গ্লেন ম্যাকগ্রা-শেন ওয়ার্নের পর ইতিহাসের দ্বিতীয় বোলিং জুটি হিসেবে এক হাজার টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারস-ব্রড।

মাউন্ট মঙ্গানুই টেস্টে জেমস অ্যান্ডারসনের জোড়া আঘাতে এই জুটির উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় ৯৯৯’এ। এরপর ওয়াগনারকে আউট করে যৌথভাবেই এই মাইলফলক নিজেদের করে নেন ব্রড। একসাথে খেলা ১৩৩ টেস্টে গিয়ে সহস্রতম উইকেটের দেখা পেলো আধুনিক ক্রিকেটের এই দুই গ্রেটের জুটি।

এর আগে, ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন দুর্লভ কীর্তি গড়েছিলেন কেবল অজি কিংবদন্তি জুটি গ্লেন ম্যাকগ্রা-শেন ওয়ার্ন। সহস্রতম টেস্ট উইকেট লাভ করতে এই পেসার-স্পিনার জুটির খেলতে হয়েছিল ১০৪ টেস্ট। সেই হিসেবে অ্যান্ডারসন-ব্রডদের সময় বেশি লাগলেও ইংলিশ জুটিটি অনন্য এক জায়গায়। পেস জুটি হিসেবে এক হাজার টেস্ট উইকেটের মাইলস্টোনে যে তারাই প্রথম!

আরও পড়ুন: টেস্টে যেখানে ইমরান-কপিলদের ছাপিয়ে বোথামের পরেই জাদেজা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply