দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলে বিদেশি রেফারি

|

অনেকদিন পর ঘরোয়া ফুটবল লিগ পরিচালনা করলেন বিদেশি রেফারিরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আবাহনী লিমিটেড আর বসুন্ধরা কিংসের মধ্যকার লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ চালিয়েছেন ভুটানের ৪ জন আর মালয়েশিয়ার একজন রেফারি।

এই ম্যাচে মূল রেফারি ছিলেন ভুটানের পেমা সেওয়াং। লাইন্সম্যান হিসেবে ছিলেন তারই দুই স্বদেশী পুরপা ওয়াংচুক আর পাসাং পাসাং। চতুর্থ রেফারি ভিরেন্দ রায়ও এসেছেন ভুটান থেকে।

এর বাইরে ম্যাচ রেফারিও ছিলেন বিদেশি। ফিফা রিজিওনাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ রোদজালি বিন ইয়াকুব এসেছেন মালয়েশিয়া থেকে।

মূলত এএফসি’র এলিট রেফারি রিক্রুটমেন্ট প্রোগ্রাম ২০২৩’র অংশ হিসেবে ভুটানের রেফারি পেমা সেওয়াং এই ম্যাচ পরিচালনা করছেন। আর ভুটানের লিগ বন্ধ থাকায় বাকিরা এসেছে সহকারী রেফারি হিসেবে।

আরও পড়ুন: আবাহনীকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শ্রেষ্ঠত্ব মজবুত করলো বসুন্ধরা কিংস

/এ এইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply