ভূমিকম্পের ১১ দিন পর জীবিত উদ্ধার হলেন এক ব্যক্তি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের হেতে প্রদেশে ঘটে এ অলৌকিক ঘটনা। খবর রয়টার্সের।
জানা গেছে, উদ্ধারকৃতের বয়স ৪০ বছর। তিনি একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১০ সালে হাইতিতে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের ১৫দিন পর উদ্ধার হয়েছিল এক কিশোরী। তাই আশা ছাড়তে নারাজ তুর্কি স্বেচ্ছাসেবীরা। যদিও আন্তর্জাতিক উদ্ধারকারীদের বেশ কয়েকটি টিম ফিরে গিয়েছে দুর্যোগপূর্ণ এলাকা থেকে।
প্রসঙ্গত, এ পর্যন্ত, তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজারের ওপরে। কেবল তুরস্কেই এ সংখ্যা ৩৮ হাজারের বেশি। আর, সিরিয়ায় প্রাণহানি হয়েছে ৬ হাজারের মতো। তবে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, দেশটির বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলোয় উদ্ধার তৎপরতার গতি খুবই কম।
/এসএইচ
Leave a reply