Site icon Jamuna Television

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

৩১ মার্চ থেকেই মাঠে গড়াচ্ছে ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৬তম আসর। এরই মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্রায় দুই মাস ধরে চলা এই আসর শেষ হবে আগামী ২৮ মে।

দীর্ঘ সময় পর আইপিএল ফিরছে পুরনো রূপে। ২০১৯ সালের পর এই টুর্নামেন্টে আবারও ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আইপিএলে, যা আয়োজন করা হবে ১২টি স্টেডিয়ামে। সেই সাথে এবারের আসরের জন্য ১০ দলে দুটি গ্রুপও নির্ধারণ করে দিয়েছে আইপিএলের আয়োজকরা।

গ্রুপ ‘এ’ তে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বিপরীতে গ্রুপ ‘বি’তে আছে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।

চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর এবং মোহালি – দশটি নিয়মিত ভেন্যু ছাড়াও কিছু ম্যাচ খেলা হবে গুয়াহাটি (রয়্যালসের দ্বিতীয় ভেন্যু), এবং ধর্মশালায় (পাঞ্জাবের দ্বিতীয় ভেন্যু)।

৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের এবারের আসর।

/আরআইএম

Exit mobile version