স্বাস্থ্যঝুঁকিতে পঞ্চগড়ের পাথর ভাঙা শ্রমিকরা, উদাসীন মালিকপক্ষ

|

পঞ্চগড় প্রতিনিধি:

মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পঞ্চগড়ের পাথর ভাঙা শ্রমিকরা। দিনভর মেশিনের উচ্চমাত্রার শব্দের সাথে কাজ করছেন ধুলার মধ্যে। এতে আক্রান্ত হচ্ছেন জ্বর-সর্দিসহ নানা ধরনের ব্যাধিতে। মালিকরাও উদাসীন শ্রমিক সুরক্ষার বিষয়ে।

দিনভর ভাঙা হচ্ছে পাথর। চারপাশে মেশিনের বিকট শব্দ। উড়ছে প্রচুর ধুলা, এরমধ্যেই কাজ করছে শ্রমিকরা। বাংলাবান্ধা স্থলবন্দর এলাকাসহ পঞ্চগড় জেলা জুড়েই রয়েছে পাথর ভাঙা মেশিন। জড়িত অন্তত ১০ হাজার শ্রমিক। তাদের অনেকেই মাস্ক ছাড়াই করছে কাজ। খাচ্ছেনও সেখানে বসেই। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শ্রমিকরা। আক্রান্ত হচ্ছে মাথা ব্যাথা-স্বর্দি-জ্বরে। শ্রবণশক্তি কমে যাওয়াসহ দেখা দিচ্ছে নানা উপসর্গও।

এদিকে, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় উদাসীন বেশিরভাগ মালিক। মানেন না পানি ছিটানোর নির্দেশনা। উদাসীন শ্রমিকরাও। সব মিলিয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

বিষয়টিকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। শ্রমিকদের পাশাপাশি ঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারাও। তাই, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. রফিকুল হাসান।

এদিকে, পাথর ভাঙা এলাকায় বায়ু দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।

প্রসঙ্গত, বর্তমানে কেউ কেউ অত্যাধুনিক পাথর ভাঙা মেশিন ব্যবহার করছেন। যেখানে শ্রমিকের দরকার হয় না; তবে এই মেশিনের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply