টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক: ৬ মাস পর দুদকের মামলা, তদন্ত শুরু

|

ফাইল ছবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে যশোর জেলা দুর্নীতি দমন কমিশন। শাহজালাল বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক হওয়ার ৬ মাস পর এ মামলা দায়ের করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়। দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন বাদি হয়ে মামলাটি করেছেন। মামলার পর তদন্ত কাজ শুরু করেছে জেলা দুর্নীতি দমন কমিশন।

টাকাসহ ধরা পড়ার পর সাময়িকভাবে বরখাস্ত করা হয় খন্দকার মুকুল হোসেনকে। বেনাপোল কাস্টমস হাউসের কয়েকটি সূত্র জানায়, এসব টাকার অংশীদার একই অফিসের আরেক কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ আগস্ট ২২ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে বিমানবন্দরে আটক হন খন্দকার মুকুল হোসেন। প্রাথমিক জিজ্ঞাসবাদে ওই টাকার উৎস জানাতে ব্যর্থ হন তিনি। এরপর এ ঘটনায় বেনাপোল কাস্টম হাউসসহ গোটা বন্দর এলাকায় তোলপাড় শুরু হয়।

মামলার সূত্রে জানা গেছে, খন্দকার মুকুল হোসেন ২০১০ সালে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকাতে ক্যাশিয়ার পদে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা পদে উন্নীত হন। তিনি ২০২০ সালের নভেম্বরে বেনাপোল কাস্টম হাউসে যোগদান করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply