৬ সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে জন্মগ্রহণ করে ব্রাজিলের এক শিশু

|

ছবি: সংগৃহীত

৬ সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে জন্মগ্রহণ করে ব্রাজিলের এক শিশু। খবর ডেইলি মেইল‘র।

প্রতিবেদনে বলা হয়, জন্মের পরেই অস্ত্রোপচারে শিশুর লেজে বাদ দেয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, স্পাইনা বিফিডা একটি জন্মগত অস্বাভাবিকতা। যার ফলে শিশুর মেরুদণ্ডের শেষের দিকে মাংসপিণ্ড গজায়। জন্মের সময়েই শিশুটির মধ্যে তা উপস্থিত ছিল। ফলে লেজের দৈর্ঘ্য হয় সেন্টিমিটার।

গবেষকদের বক্তব্য, সদ্যোজাতর মায়ের কোনও অসুখ ছিল না। ককেসাস অঞ্চলে অস্বাভাবিক মাংসপিণ্ড নিয়ে জন্মেছিল শিশুটি। জন্মের পরেই অস্ত্রোপচারে যা বাদ দেয়া হয়। বর্তমানে তিন বছর বয়স হয়েছে শিশুটির। নতুন করে কোনও অস্বাভাবিকতা মেলেনি।

চিকিৎসকরা জানিয়েছেন, ৪-৮ সপ্তাহের গর্ভাবস্থায় ভ্রূণের এমন লেজ গঠন হয়। কিন্তু আট সপ্তাহ পর থেকেই সেই লেজের বৃদ্ধি বন্ধ হয়ে তা সংকুচিত হতে থাকে, সেটাই কালক্রমে টেইল বোনের রূপ নেয়। কিন্তু ব্রাজিলের এই শিশুর ক্ষেত্রে ভ্রূণ অবস্থার লেজের বৃদ্ধি আর বন্ধ হয়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply