সারাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু কাল

|

আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। আরও জানান, এজন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। জোর করে কোনো শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। অসুস্থ বা ৬ মাসের কম বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply