গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় ১ জনের মৃত্যু

|

রাজধানীর গুলশান-২ এর একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনের ঘটনায় একজন মারা গেছেন। লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০। তার নাম-পরিচয় পাওয়া যায়নি এখনও। নিহতের মরদেহ ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় ভবনটিতে অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ইতোমধ্যে বিমান বাহিনীও উদ্ধারকাজে যোগ দিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আর আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অনেকে ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থলে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজের তদারকি করছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply