ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের বোলার রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে তিরষ্কার করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া রুবেলের জন্য বরাদ্দ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির ওয়েবসাইটে আজ রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়েছে, খেলার দ্বিতীয় ইনিংসের ২৮ তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার রুবেলের বলে বাউন্ডারি হাঁকানোর পর তাকে উদ্দেশ্য করে ‘অনুপযুক্ত’ কথা বলেন বোলার, যা স্টাম্পে লাগানো মাইকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।
খেলা শেষে রুবেলকে ম্যাচ রেফারি ক্রিস ব্রড ডেকে পাঠালে তিনি তার দোষ স্বীকার করে নেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আচরণবিধি লঙ্ঘনের কারণে আনুষ্ঠানিকভাবে রুবেলকে ‘তিরষ্কার করেন’ ম্যাচ রেফারি।
পাশাপাশি তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। সম্প্রতি ভারতের দেরাদুনে আফগানিস্তানের সাথে একটি ম্যাচে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রুবেল।
Leave a reply