ইতালির উপকূলে উদ্ধার দেড়শ’ অভিবাসনপ্রত্যাশী

|

ইতালির সমুদ্র উপকূলে দেড়শ’ অভিবাসনপ্রার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সিভিটাভেকিয়া বন্দরে তাদের উদ্ধার করে জরুরি উদ্ধারকারী জাহাজ ‘লাইফ সাপোর্ট’। লিবিয়ার আঞ্চলিক জলসীমায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার কাজে নিযুক্ত রয়েছে এই উদ্ধারকারী জাহাজ। খবর ইটালিয়ান পোস্টের।

শনিবার উত্তাল সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়া দুটি ছোট নৌকা থেকে উদ্ধার করা হয় ১৫৬ জন অভিবাসনপ্রার্থীকে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকার ফলে অনেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ফলে বন্দরেই তাদের জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

উদ্ধার হওয়া দলটিতে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সুদান ও মিশরসহ বিভিন্ন দেশের আশ্রয়প্রত্যাশী। গত সপ্তাহেও প্রায় ৮৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ “ওশেন ভাইকিংস”। এবছর প্রায় এক হাজার অভিবাসনপ্রার্থীকে আশ্রয় দিয়েছে ইতালি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply