শিবচরে চীনা নাগরিক নিহতের ঘটনায় ট্রাক চালক আটক

|

আটককৃত ট্রাক চালক সাদ্দাম হোসেন।

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে পিক-আপ ও ট্রাকের সংঘর্ষে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার চীনা নাগরিক সাং বিন নিহতের ঘটনায় ট্রাক চালককে আটক করেছে র‍্যাব। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান।

এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার মিরপুর থেকে আটক করা হয়। আটককৃত চালকের বিরুদ্ধে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শিবচরের দৌলতপুর বাঁচামরা ব্রিজের কাছে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিক-আপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চীনা নাগরিক সাং বিনসহ ৫ জন আহত হন। পরে তাদের ঢাকায় নেয়ার পথে সাং বিন মারা যান।

এ ঘটনায় র‍্যাব ও পুলিশের সহযোগিতায় ওই দিন বিকেলেই ঘাতক ট্রাকটি উদ্ধার এবং চালককে শনাক্ত করা হয়। পরে মিরপুর-১ থেকে ট্রাক চালক সাদ্দাম হোসেনকে আটক করা হয়। তিনি শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকার ছাবু শিকদারের ছেলে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply