চলতি মাসের ৬ তারিখে হওয়া ভূমিকম্পে নিহতদের সব লাশ এখনও উদ্ধার হয়নি তুরস্কে। এরমধ্যেই আবারও ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশটি। শুধু তুরস্কেই নয়; ভূমিকম্পটি অনুভূত হয়েছে সিরিয়া, মিশর ও লেবাননেও। খবর রয়টার্সের।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। গত ৬ ফেব্রুয়ারি হওয়া ৭.৮ ও ৭.৫ মাত্রার মতো তীব্র না হলেও এ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে সমগ্র তুরস্কে। আগের ভূমিকম্পে যারা নিজেদের ঘরবাড়ি ও পরিবারের সদস্যদের হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন তারা আরও আতঙ্কিত হয়ে পড়েন কম্পন অনুভূত হওয়ার পর।
ভূমিকম্প রেকর্ডের পর দেয়া এক বিবৃতিতে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমলোজিক্যাল সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব কতোটা পড়বে তা এখনও পর্যবেক্ষণাধীন। দক্ষিণ তুরস্কের আনটাকিয়া অঞ্চলে এ ভূমিকম্পের উৎপত্তি।
/এসএইচ
Leave a reply