টেনিসের র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বরে থেকে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন নোভাক জোকোভিচ। ৩৭৭ সপ্তাহ শীর্ষে থেকে সাবেক জার্মান তারকা স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসালেন এই সার্বিয়ান তারকা।
পুরুষদের র্যাঙ্কিং’এ ২০২১ সালের মার্চ মাস থেকে শীর্ষস্থান ধরে রেখেছেন জোকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই টেনিস তারকার পয়েন্ট ৭ হাজার ৭০। ৫৯০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন স্পেনের কার্লোস আলকারাজ। ১৯৭৩ সাল থেকে শুরু হয় পুরুষদের টেনিস র্যাঙ্কিং। এর দুই বছর পর থেকে চালু হয় নারীদের র্যাঙ্কিং। এর আগে পুরুষদের টেনিসে সবচেয়ে বেশিবার শীর্ষ থাকা রজার ফেদেরারের (৩১০) রেকর্ড ভেঙেছিলেন জোকোভিচ।
বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর জোকোভিচ এখন অনেকটাই এগিয়ে এটিপি র্যাঙ্কিংয়ে। দুই নম্বরে থাকা স্পেনের কার্লোস আলকারাজ গার্ফিয়ার পয়েন্ট ৬৪৮০। শীর্ষে থাকা জোকোভিচের পয়েন্ট ৭০৭০।
আর এক সপ্তাহ শীর্ষে থাকলেই গ্রাফের রেকর্ড ভেঙে শীর্ষে থাকার নয়া রেকর্ড গড়বেন টেনিস বিশ্বের অন্যতম সেরা জোকোভিচ। গত বছর উইম্বলডনে জিতলেও, এটিপি পয়েন্ট না জেতায় র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারেননি জোকোভিচ।
/আরআইএম
Leave a reply