শুধু মাঠের খেলাতেই নয় রিয়ালকে মাইন্ড গেমেও হারাতে চাই: ক্লপ

|

ছবি: সংগৃহীত

গত পাঁচ বছরে তিনটি ফাইনাল। যার মধ্যে দুইটিতে হার। একটি সাফল্য। তবে দুইবারই রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছিল ইয়্যুর্গেন ক্লপের লিভারপুলকে। চলমান উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই মুখোমুখি হতে চলেছে ইউরোপের অন্যতম এই দুই হেভিওয়েট দল।

এদিকে, খেলার আগেই মাদ্রিদ শিবিরের উদ্দেশে হুঙ্কার দিলেন অলরেড কোচ। শুধু মাঠের খেলাতেই নয় রিয়ালকে মাইন্ড গেমেও হারাতে চায় ইয়্যুর্গেন ক্লপের দল।

প্রিমিয়ার লিগে এবারের মৌসুমটা খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে পার করছে লিভারপুল। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্টের জেরে লিগ টেবিলে শীর্ষ দশের জায়গা খুইয়েছিল লিভারপুল। তবে গত দুই ম্যাচে চেনা ছন্দে ফিরেছেন সালাহ-নুনেজরা। দলের জয়ের পাশাপাশি কোনও গোল হজম না করাটা রিয়াল ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে অলরেড কোচ ক্লপকে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইয়্যুর্গেন ক্লপ বলেন, ভালো খেলা ছাড়া কোনো উপায় নেই আমাদের সামনে। নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ ভালো দল। শুধু মাঠের খেলাতেই নয় মাইন্ড গেমেও হারাতে চাই তাদের। চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনে সবসময় কঠোর পরিশ্রম করতে হয় আমাদের। তাই এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য।

ক্লপ আরও বলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেলোবার যা ঘটেছিল, তা ভোলার মতো নয়। তারা অনেক অভিজ্ঞ। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভালো খেলেও আমাদের হারতে হয়েছিল। সেই পরিস্থিতিতে আর কখনোই আমরা পড়তে চাই না। প্যারিসের সেই ম্যাচটি আমাদের জন্য যন্ত্রণাদায়ক ছিল। তবে চলতি মৌসুমে আমরা পরের ধাপে যেতে কঠোর পরিশ্রম করছি। রিয়ালের বিপক্ষে ম্যাচটা স্পেশাল হতে চলেছে।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply