বিলাসবহুল পণ্যে কর বাড়ালো পাকিস্তান

|

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে বিলাসবহুল পণ্য আমদানি ও পরিষেবার ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়। খবর এনডিটিভির।

সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক ধসের দ্বারপ্রান্তে দেশটি। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে ইতোমধ্যেই খাদ্য ও ওষুধ বাদে প্রায় সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার।

এদিকে আইএমএফের কাছ থেকে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ ছাড় করিয়ে নিতে কয়েকদিন ধরে দৌড়ঝাঁপ করছে পাকিস্তান। তবে আইএমএফ শর্ত দিয়েছে, ঋণ পেতে হলে জ্বালানির মূল্য ও পণ্যের ওপর আরোপিত কর বৃদ্ধি করতে হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানের আইনসভায় সম্পূরক অর্থায়ন বিলের অনুমোদন দিয়ে সেলস ট্যাক্স ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে গাড়ি, গৃহস্থালি জিনিসপত্র, চকলেট এবং কসমেটিকস জিনিসপত্র।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply