দক্ষিণ আফ্রিকায় রাশিয়া-চীনের যৌথ সামরিক মহড়া

|

ছবি: সংগৃহীত

যুদ্ধের এক বছরকে ঘিরে বিশাল সামরিক মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা। সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে শহরে শুরু হয় দশ দিনব্যাপী এ যৌথ সামরিক অনুশীলন। খবর আলজাজিরার।

এদিন, সুসজ্জিত যুদ্ধ জাহাজ নিয়ে প্রশিক্ষণে অংশ নেয় তিন দেশের নৌবাহিনী। অনুশীলন করে রণক্ষেত্রের নানা কৌশল। এটিকে, বার্ষিক মহড়ার অংশ হিসেবেই এ আয়োজন বলে জানিয়েছে কেপটাউন।

তবে, ত্রিদেশীয় এ সামরিক প্রশিক্ষণের তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন। আফ্রিকা অঞ্চলে ক্রমবর্ধমান রুশ প্রভাবকে হুমকি হিসেবে মনে করছেন তারা। এর আগে ইউক্রেনে আগ্রাসন নিয়ে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতেও ভোটদান থেকে বিরত ছিল দক্ষিণ আফ্রিকা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply