সাভার প্রতিনিধি:
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’য়ের সাভার প্রতিনিধি জাকির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সাভার, অাশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা।
রোববার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।
এসময় সাংবাদিক নেতারা অবিলম্বে চ্যানেল আই’য়ের সাভার প্রতিনিধি জাকির হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি এলাকার মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
যদি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হয় তবে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাসমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচায্য, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই প্রেসক্লাবের সভাপতি শামীম খানসহ প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি আশুলিয়ার কবিরপুর এলাকার এক নারী, জাকির হাসানের বিরুদ্ধে গত ২৪ জুলাই আশুলিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
Leave a reply