চট্টগ্রামে প্রিন্টিং প্রেসের অগ্নিকাণ্ড; ক্ষতিগ্রস্তদের দাবি আগুন পরিকল্পিত

|

প্রতীকী ছবি

চট্টগ্রামের আন্দরকিল্লায় প্রিন্টিং প্রেস মার্কেটে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও ক্ষতিগ্রস্থদের দাবি, ছুটির দিনে পরিকল্পিতভাবে কে বা কারা আগুন লাগিয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে আলম ইঞ্জিনিয়ারিং নামের এই ওয়ার্কসশপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাসায়নিক সরঞ্জাম থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের টিভি, ফ্রিজ মেরামত ও মুদি দোকানে। সেখান থেকে আগুন ছড়ায় পাশের চারতলায়। দগ্ধ হয়ে মারা যায় দোকানে ঘুমিয়ে থাকা ইদ্রিস নামে এক ব্যক্তি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অভিযোগ করে বলেন, ছুটির দিনে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি রেড ক্রিসেন্টের ৬০ জন সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply