আইসিসি উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শেষ হলো বড় হার দিয়ে। টাইগারদের বিরুদ্ধে ১০ উইকেটের জয়ে দক্ষিণ আফ্রিকা পা রাখলো সেমিফাইনালে। এর আগে, শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল মেয়েদের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পারে ২ উইকেটে কেবল ২৩ রান। পরেও বাড়েনি রানের গতি। ১০ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৪১। কেপটাউনে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১১৩ রান।
জবাবে দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের অপরাজিত ফিফটিতে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা ১৬ ম্যাচ হারলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটা ছিল কার্যত নকআউট। জিতলেই সেমিফাইনাল। ১৩ বল হাতে রেখে তুলে নেয়া জয়ে সেটাই নিশ্চিত করেছে সিনা লিসের দল।
/এমএন
Leave a reply