শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুুরের ডামুড্যায় বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে বস্ত্রহীন অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তার বয়স ৩০ বছরের মতো হবে।
পুলিশ জানায়, আজ সকালে উপজেলার সিধলকুড়া ইউনিয়নের ফরাজীরটেক ব্রিজের নিচের পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে বলেও জানায় পুলিশ।
ইউএইচ/
Leave a reply