দিনকালের প্রকাশনা বন্ধের প্রতিবাদে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ

|

দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠন দুইটি। অবিলম্বে দৈনিক দিনকালসহ সব বন্ধ গণমাধ্যম খুলে দিতে এ সময় দাবি জানান সাংবাদিক নেতারা। অভিযোগ করেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা পত্রিকা বন্ধ করে। দলটি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

সাংবাদিক নেতারা আরও বলেন, দৈনিক দিনকাল ৩২ বছরের পুরনো পত্রিকা। অনেক বড় বড় নেতারা এ পত্রিকায় কাজ করেছেন। কিন্তু এই ফ্যাসিবাদ সরকার এর প্রকাশনা বন্ধ করে দিয়েছে। কারণ, এই সরকার ভিন্নমত গ্রহণ করতে পারে না। পত্রিকাটির সাথে জড়িত শত শত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী এখন বেকার হয়ে পড়েছেন। অবিলম্বে পত্রিকা খুলে দেয়া না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী সাংবাদিকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply