পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল শাহনাজ বেগম (৩০) নামের এক গৃহবধূর। এ ঘটনায় সুমি (৩২) নামের আরেক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউপির লক্ষীনারায়নী পুকুরপাড়া গ্রামের ঝাড়বাড়ী-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত শাহনাজ বেগম ওই এলাকার আসাদুল ইসলামের স্ত্রী। আহত সুমি ইমরানের স্ত্রী।
পুলিয় ও স্থানীয়রা জানায়, সকালে ঘটনাস্থলে শাহনাজ তার স্বামী আসাদুল ইসলামের ফরিদপুর আটরশি থেকে আসার অপেক্ষা করছিলেন। ওই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শাহনাজ বেগমকে চাপা দিয়ে একটি গাছের সাথে আটকে যায়। ফলে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহনাজ। এ ঘটনায় সুমি নামের আরেক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেয়া হয়েছে। এ ঘটনায় কিছু সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন দুর্ঘটনায় এক গৃহবধূর মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ট্রাকটি আটক করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply