বিদেশিদের দালালি করে এদেশে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

|

ফাইল ছবি

বিদেশিদের দালালি করে এদেশে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে অবৈধ উল্লেখ করে তিনি দেশবাসীকে এই সংগঠন প্রত্যাখান করার আহবান জানান।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমানে বাংলিশ উচ্চারণের প্রবণতার সমালোচনা করে প্রধানমন্ত্রী মাতৃভাষায় শিক্ষা লাভের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৪৮ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলন শুরু হয়েছিল কিন্তু সেই ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। শ্রদ্ধার নামে বিএনপি মাতৃভাষাকে অপমান করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মূল বেদিতে উঠে ফুল দিয়ে খালেদা জিয়া শহীদ মিনারকে অপমান করেছিল। এরা সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষক। এদের হাতে গনতন্ত্র একুশের চেতনা স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। এদেরকে প্রতিহত ও পরাজিত করতে হবে।

দেশে বর্তমানে ইংরেজী একসেন্টে বাংলায় কথা বলার মত দৈন্যতা প্রকাশ পাচ্ছে উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষা অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত ভাষার সম্মান রাখতে হবে। অন্য ভাষা শিখতে অসুবিধা নেই তবে মাতৃভাষায় শিক্ষা নিলে শেখার গভীরতা বাড়বে। মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। বাংলায় কথা বলার সময় বিজাতীয় বা ইংরেজি একসেন্টে বলা হচ্ছে। এরকম দৈন্যতা থাকা উচিৎ না।

প্রধানমন্ত্রী বলেন, অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর নামই শুধু মুছে ফেলতে চায়নি বার বার বাঙ্গালিকে শেষ করার আঘাতও এসেছে। এমনকি বর্তমান সরকারকে উৎখাতের অপচেষ্টাও করা হচ্ছে।

তিনি বলেন, বার বার বাধা এসেছে কিন্তু আমরা আওয়ামী আত্নমর্যাদাশীল দেশ গঠন করছি। আমরা প্রতিশোধ নেই না। দেশের উন্নয়নে মনোযোগ দিয়েছি। বিদেশিদের দালালি করে ক্ষমতায় যাবার উপায় নেই। দেশের মানুষ সচেতন।

বিএনপি জামায়াত মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে কী করে সেই প্রশ্ন রাখেন সরকারপ্রধান। বিএনপিকে অবৈধ রাজনৈতিক সংগঠন বলেও উল্লেখ করে তিনি বলেন, যেই সংগঠনের জন্ম অবৈধ ক্ষমতা দখলদারীর হাত ধরে। তারা তো অবৈধ্য সংগঠন। দেশবাসী যেন তাদের প্রত্যাখান করে সেই আবেদন করছি। উন্নয়নের খবর পৌঁছে দিন। তাহলে ভোট পেতে সমস্যা হবে না ক্ষমতাও ছাড়তে হবে না।

বিএনপির যেকোনো অপরাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply