মাশরাফীর প্রসঙ্গ আসতেই নির্বাচনের কথা টানলেন হাথুরুসিংহে

|

ছবি: সংগৃহীত

চান্দিকা হাথুরুসিংহের সাথে সাকিব-তামিমের প্রকাশ্য লড়াই না থাকলেও মাশরাফী বিন মোর্ত্তজার সাথে তার স্নায়ুযুদ্ধের কথা সবার জানা। গুঞ্জন আছে, হাথুরুর কারণেই টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন ম্যাশ। এবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নে মাশরাফীর কথা বলতেই হাথুরু নির্বাচনের কথা টানেন।

আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে শুরু হচ্ছে চান্দিকা হাথুরুসিংহের বাংলাদেশ-অধ্যায়। বুধবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন লঙ্কান এই কোচ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা ও ভাবনা।

সদ্য সমাপ্ত বিপিএলে মাশরাফী ৭.৬৭ ইকোনমি রেটে নিয়েছেন ১২ উইকেট। তাই হাথুরুর কাছে প্রশ্ন ছিল মাশরাফীকে নিয়ে কী ভাবনা রয়েছে তার। ওয়ানডে আর টেস্টে তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা আছে হাথুরুর? এমন প্রশ্নের জবাবে দেখা গেলো পুরনো হাথুরুসিংহেকে। তিনি বলেন, আপনি কি তার নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইছেন? আমি তো জানি, সে জাতীয় দলের হয়ে আর খেলছে না।

এর আগের মেয়াদে যখন বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে, তখন অধিনায়ক ছিলেন মাশরাফী। হাথুরুসিংহে থাকাকালীন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফী। গুঞ্জন ছিল, টি-টোয়েন্টিতে মাশরাফীকে আর চাননি হাথুরুসিংহে। ২০১৭ সালের সেপ্টেম্বরে হাথুরুও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব ছাড়েন। পুরনো হাথুরু আবারও ফিরলেন। এখন দেখার বিষয় নতুন পথ চলায় তার রণকৌশলটা কী হয়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply