রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাটে ৬০০ চড়ুই পাখি ধরে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই শিকারিকে এক হাজার টাকা জরিমানা ও একবছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে আবু বকর সিদ্দিক (৫৫) এবং তার ছেলে ফিরোজ হোসেন (৩২)।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঁকড়ামারী পাতির বিল এলাকা থেকে তাদের আটকের পর এ দণ্ড দেয়া হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন আদালতটি পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ভোরে আমাদের পুলিশের একটি টহলদল ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় পাখি শিকারিরাও ওই বাজারে ঘোরাঘুরি করছিল। তাদের দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি অবস্থায় প্রায় ৬০০ চড়ুইপাখি পাওয়া যায়। তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালতে তাদের শাস্তি দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-ছেলে দুই শিকারি নাটোর থেকে এসে চারঘাটের বিভিন্ন ফসলের জমিতে ফাঁদ পেতে পাখি শিকারের পর জবাই করে বস্তায় নিয়ে নাটোর জেলার বিভিন্ন এলাকায় পিস প্রতি ২০ টাকা করে বিক্রি করে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ২৬ ধারায় এক হাজার টাকা জরিমানা ও একবছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পরে মৃত পাখিগুলো স্থানীয় একটি এতিমখানায় দেয়া হয়েছে।
এএআর/
Leave a reply