‘ফিল দ্য জেল সেল’ আন্দোলনে কাঁপছে লাহোরের রাজপথ

|

ছবি: সংগৃহীত

তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই সমর্থকদের আন্দোলনে মুখর পাকিস্তানের বাণিজ্যিক নগরী লাহোর। বুধবার (২২ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত না থাকলেও লাহোরের রাজপথে ছিল দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি। খবর খালিজ টাইমসের।

‘ফিল দ্য জেল সেল’ নামের কর্মসূচির অংশ হিসেবেই বাণিজ্য নগরীটিতে চলছে বিক্ষোভ-আন্দোলন।

জানা গেছে, পিটিআই সমর্থকরা স্বেচ্ছায় কারাগারে যাওয়ার জন্য স্লোগান তোলেন। এছাড়া, সরকার পতনের পাশাপাশি আগাম নির্বাচনের ডাকও দেন তারা।

মূলত, অর্থনৈতিক সংকটে কোনঠাসা পাকিস্তান সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতেই এ উদ্যোগ। গত সপ্তাহে, খোদ ইমরান খান ‘জেল ভরো’ আন্দোলন কর্মসূচির ডাক দেন। তিনি জানান, বিরোধীদের কোনো কথাই শুনতে রাজি নয় সরকার। তার থেকে কারাগারে পাঠানো হোক গণতন্ত্রপন্থীদের। বিশ্বও দেখুক পাকিস্তানের রাজনৈতিক অবস্থা।

কিন্তু, শাহবাজ শরিফ প্রশাসন এ বিষয়ে বেশ সতর্ক। নিরাপত্তার জন্য লাহোরে পুলিশ মোতায়েন থাকলেও; তারা গ্রেফতার করেনি বিরোধী দলীয় নেতাকর্মীদের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply