শীতকালীন ঝড়-ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের একাংশ। দেশটির ২৮টি রাজ্যের সাড়ে ৭ কোটি বাসিন্দা রয়েছেন জরুরি সতর্কতার আওতায়। খবর আলজাজিরার।
জানা গেছে, ডাকোটা-মিনেসোটা-উইসকনসিনে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক স্থাপনা। উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় গেলো ২৪ ঘণ্টায় দু’ফুটের বেশি তুষারপাত রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। যা, গেলো ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। একইসাথে, ঘণ্টায় ৯৭ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে এমন বৈরি আবহাওয়া। সে কারণে, অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে ১৭শ’ বিমান ফ্লাইট।
প্রসঙ্গত, প্রতিবেশী কানাডায়ও পড়েছে মৌসুমী ঝড়ের প্রভাব। যে কারণে হচ্ছে ১০-১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত।
/এসএইচ
Leave a reply