এলডিসি উত্তরণ নিয়ে ভয়ের কিছু নেই: বাণিজ্য সচিব

|

স্বল্পোন্নত দেশের (এলডিসি) উত্তরণ নিয়ে ভয়ের কিছু নেই। রফতানিতে কিছু সুবিধা পাওয়া যাবে না। এজন্য প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অর্থনীতি বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, ২০২৬ সালের পরে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম কানুন মেনে সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে।

এতে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি অভ্যন্তরীণ কারণে অর্থনীতির ওপর চাপ তৈরি হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এবং বিনিময় হারের স্থিতিশীলতা আনতে এলসির ওপর বিধিনিষেধ দেয়া হয়েছে। কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব বিষয় পর্যালোচনা করে দেখার আহ্বান জানান তিনি।

জ্যেষ্ঠ ব্যাংকার সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ঋণের সুদ হার নিয়ে ভাবার সময় এসেছে। সাড়ে ৭ শতাংশ সুদে আমানত নিয়ে ৯ শতাংশ সুদে ঋণ দেয়া সম্ভব নয়।

সেমিনারে আলোচকরা বলেন, মূল্যস্ফীতির চাপ বৃহত্তর জনগোষ্ঠীর ওপর পড়ছে। অনেকের পক্ষেই বহন করা কঠিন হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সময় এসেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply