ইহুদি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে জেরুজালেম ও গাজা উপত্যকায় ধর্মঘট

|

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে পশ্চিম তীর, জেরুজালেম ও গাজা উপত্যকায় পালিত হচ্ছে ধর্মঘট। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বন্ধ রাখা হয়েছে শিক্ষাঙ্গনসহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফিলিস্তিনিরা জাতীয় শোক হিসেবে পালন করছে দিনটিকে। খবর রয়টার্সের।

মূলত স্বাধীনতাকামী একটি সংগঠন দেয় ধর্মঘটের ডাক; যাতে সংহতি প্রকাশ করেছেন সাধারণ মানুষরা। তাদের বক্তব্য, নাবলুসের এই রক্তপাত প্রত্যেক ফিলিস্তিনির জন্যেই অশনী সংকেত। এখনই প্রতিবাদ না জানালে আরও বাড়বে আগ্রাসন।

এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ও মিসাইল ছুড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply