দীর্ঘ চার দশক পর, জিম্বাবুয়েতে আজ ঐতিহাসিক নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
১৯৮০ সালের পর এই প্রথমবার, একনায়ক রবার্ট মুগাবে’র নাম ছাড়া ছাপা হলো ব্যালট পেপার। ভোটের আগের দিন, এক সংবাদ সম্মেলনে মুগাবে জানান- তার রাজনৈতিক দল জানু পিএফ’র প্রার্থী এবং প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়াকে সমর্থন দিবেন না তিনি।
মুগাবে বলেন, যারা আমাকে জোরপূর্বক ক্ষমতা থেকে উৎখাত করেছে, তাদের ভোট দেয়া অসম্ভব। বরং, হেভিওয়েট প্রার্থী নেলসন চামিসা’র প্রতি সমর্থন জানান সাবেক এই প্রেসিডেন্ট।
ঐতিহাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার নারীসহ ২৩ প্রার্থী ও ৫৫টি দল। জনমত জরিপ অনুসারে, প্রথম দফায় কোন প্রার্থী এককভাবে পাবেন না সংখ্যাগরিষ্ঠতা। ৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার নির্বাচনে মুখোমুখি হবেন এমারসন নানগাগুয়া ও নেলসন চামিসা।
Leave a reply