এ বছরই সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরা’র।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের ঠিক আগে সারমাটের পরীক্ষা চালিয়েছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। তবে ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে।
৩৫ মিটার দীর্ঘ মিসাইলটি রাশিয়ার শত্রুদের ‘দ্বিতীয়বার ভাবতে’ বাধ্য করবে বলে জানিয়েছেন পুতিন। মিসাইলটি ১৮ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে অনেকেই মনে করেন মিসাইলটির রেঞ্জ আরও বেশি।
/এনএএস
Leave a reply