তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্য

|

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্য। এ ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৯ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পাওয়ার আউটেজ ইউএস-এর তথ্য অনুসারে, সবচেয়ে ভোগান্তিতে মিশিগান। রাজ্যটিতে অন্ধকারে রয়েছেন ৮ লাখের বেশি বাসিন্দা। রাজ্যটিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা-ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

গেল ৩৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো তীব্র তুষারঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর। ঝড়ের প্রভাবে উপকূলে আছড়ে পড়ছে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস। ২৪ ঘণ্টায় দু’ফুটের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। একইসাথে ঘণ্টায় ৯৭ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। নিরাপত্তায় স্থগিত করা হয়েছে ১৭শ’র বেশি বিমান ফ্লাইট।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রায় পাঁচ কোটির মতো মার্কিন নাগরিক তুষারঝড়ের ভোগান্তিতে পড়বেন। শনিবার পর্যন্ত বৈরী এ আবহাওয়া বহাল থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply