জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার জন মটসন আর নেই

|

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার জন মটসন আর নেই। ৭৭ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মটসনের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। টেলিভিশন ও রেডিওতে আড়াই হাজারের বেশি খেলায় ধারাভাষ্য দিয়েছেন তিনি। পরবর্তীতে ফুটবল বিশ্বের অন্যতম পরিচিত কণ্ঠে পরিণত হন মটসন। খবর দ্য গার্ডিয়ানের।

১৯৬৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০টি বিশ্বকাপসহ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও এফএ কাপের ২৯টি ফাইনালে বিবিসি’তে ধারাভাষ্য দেন মটসন। ফুটবলের প্রতি জ্ঞান, আবেগ ও ভালোবাসার জন্য সারবিশ্বে পরিচিত ছিলেন তিনি। ২০২১ সালে স্পোর্টস ব্রডকাস্টিংয়ে অবদানের জন্য ‘ওবিই’ অর্ডার অফ দা ব্রিটিশ এম্পায়ার খেতাব পান জন মটসন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply