ইরানে বসছে যুব কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর

|

ছবি: সংগৃহীত

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ইরানের উর্মিয়া শহরে বসবে যুব কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টেও অংশ নিতে যাচ্ছে বিশ্বকাপের প্রথম আসরে ব্রোঞ্চ পদক পাওয়া বাংলাদেশের যুবারা।

শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার ফ্লাইটে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ কাবাডি দল। এরপর সেখান থেকে অভ্যন্তরীন ফ্লাইটে উর্মিয়া শহরে পৌঁছাবে বাংলার যুবারা। জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তানসহ আরও ১৩টি দেশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনস্থ জাতীয় কাবাডি স্টেডিয়ামে বিশ্বকাপে যুব দলের ইরান যাত্রা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে চূড়ান্ত ১২ জনের দল ঘোষণা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply