বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও তার সামরিক সচিব শ্রদ্ধা জানান। পরে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরাও শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উৎখাত করতেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। সেদিন খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল বলেও মন্তব্য করেন হানিফ। শহীদ পরিবারের সদস্যরাও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: পিলখানা ট্র্যাজেডি দিবস আজ, এখনও আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষা
/এম ই
Leave a reply