পাহাড়বেষ্টিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দৌড় প্রতিযোগিতা ‘সেইলর চট্টগ্রাম ২৫ কি.মি. রান ২০২৩’। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১২টি দেশের মোট ৬৫০ জন দৌড়বিদ তিনটি ভিন্ন দূরত্বের দৌড়ে অংশ নিয়েছেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ২৫ কি.মি.এ পুরুষ বিভাগে খন্দকার কিবরিয়া ও নারী বিভাগে স্টেফানি চেসমেন চ্যাম্পিয়ন হন। এছাড়া, ১০ কি.মি. এ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন গুলাম রাহাত তোফায়েল ও নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন স্নেহা জান্নাত।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও চবির সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী।
এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল ‘সেইলর’। এছাড়াও ডানো, ফ্রেশ, আমা কফি, হালদা ভ্যালি ইত্যাদি কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিলো। মেডিক্যাল পার্টনার হিসেবে মেডিসিন ক্লাব, ভলেন্টিয়ার; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিং, রানার্স এবং এডভেঞ্চার ক্লাব। ইভেন্টের সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মিডিয়া পার্টনার হিসেবে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ‘রান বাংলাদেশ’ এর পক্ষ থেকে এরকম আয়োজন সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
/এসএইচ
Leave a reply