দরজায় কড়া নাড়ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সাথে, টাইগারদের সামনে সুযোগ রয়েছে প্রথমবারের মতো ঘরের মাঠে বাটলারদের ওয়ানডে সিরিজ হারানোর। বাংলাদেশি ব্যাটারদের মূল লড়াইটা হবে ইংল্যান্ডের শক্তিশালী পেস অ্যাটাক সামলানো। তাই ইংলিশ পেস অ্যাটাক নিয়ে বাড়তি সতর্কতা টাইগার শিবিরে। উড-আর্চারদের সামলাতে তাসকিন-মোস্তাফিজের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম-মুশফিকরা।
নতুন মিশনে খুব বেশি সময় হাতে নেই চান্দিকা হাথুরুসিংহের। আনুষ্ঠানিক দায়িত্ব পেয়ে প্রথম দিনেই তিনি দেখেছেন শিষ্যদের প্রস্তুতি ম্যাচ। দুই দলে ভাগ হয়ে এই ম্যাচে লড়েছেন ক্রিকেটাররা। তবে দ্বিতীয় দিনে ভিন্ন কৌশলে অনুশীলন করে হাথুরু শিষ্যরা।
এদিন ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন তামিম-মুশফিকরা। বিশেষ করে ইংল্যান্ডের শক্তিশালী পেস অ্যাটাক সামলানোর প্রস্তুতি ছিল ব্যাটারদের। মার্ক উড, জফরা আর্চারদের পেস রুখতে বাড়তি সতর্কতা ছিল টাইগার শিবিরে। বল হাতে ঘাম ঝড়িয়েছেন তাসকিন, মোস্তাফিজ, এবাদত ও খালেদ।
চার পেসারের সঙ্গে প্রস্তুতি নিয়েছেন তিন স্পিনারও। তবে এদিন ব্যাটিং নিয়েই মনোযোগ ছিল কোচ চান্দিকা হাথুরুসিংহের। ইংলিশ লেগস্পিনার আদিল রশিদকে সামলাতে আলাদা প্রস্তুতি ছিল রিয়াদ-লিটনদের। এজন্য অবশ্য ভরসা ছিলেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
দ্বিতীয় দিনেও উইকেট নিয়ে ব্যস্ত সময় পার করেছেন চান্দিকা। বারবার পরখ করে দেখছেন, কেমন হতে পারে উইকেটের আচরণ। এ নিয়ে স্বদেশী কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে তাকে। লো স্পিনিং উইকেটের নিশ্চয়তা পেতেই হয়তো বাড়তি তৎপর টাইগারদের নতুন কোচ।
/আরআইএম
Leave a reply