টানা এক সপ্তাহ ধরে শীতকালীন ঝড়-ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।প্রাণ হারিয়েছেন ৩ জন বাসিন্দা। বিদ্যুৎহীন এক কোটিরও বেশি ঘরবাড়ি-স্থাপনা। স্থগিত করা হয়েছে সাড়ে আট হাজারের বেশি ফ্লাইট। খবর এপির।
জরুরি সর্তকতার আওতায় ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিকো, লস এঞ্জেলসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বহাল থাকবে বৈরী পরিবেশ। রয়েছে ২৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
আশঙ্কা করা হচ্ছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় রেকর্ড হতে পারে পাঁচ ফুটের বেশি তুষারপাত। যা বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে বারব্যংক এয়ারপোর্টের আশেপাশের সড়কপথ। সে কারণে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল।
এটিএম/
Leave a reply