বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকাল ৪টায় ভোট গ্রহণ শষ হয়। এখন কেন্দ্রগুলোতে ভোট গণনার কাজ চলছে। এরপর ফল ঘোষণা করা হবে।
সকাল ৮টায় তিন সিটিতে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিএনপির মেয়র প্রার্থীরা তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, জাল ভোটসহ নানা অভিযোগ করেন। বরিশাল বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার ভোট বর্জন করেন। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এসব অভিযোগ করেছেন।
তিন সিটিতে প্রায় ৯ লাখ ভোটার রয়েছেন। ৩ মেয়রের পাশাপাশি, ১১৬ জন কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ধারণা করছে ৬০ শতাংশ ভোট পড়তে পারে।
Leave a reply