মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল-অ্যাটলেটিকো

|

ছবি: সংগৃহীত

এল ক্ল্যাসিকোর পর স্পেনের সবচেয়ে বড় দ্বৈরথ মাদ্রিদ ডার্বি। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো মুখোমুখির অপেক্ষায় দুই নগর প্রতিদ্বন্দ্বী। যদিও কিছুটা জৌলুস হারিয়েছে দুই ক্লাবের লড়াই। তবে এখনও উত্তাপ ছড়ায় এই ম্যাচ। মাদ্রিদ ডার্বিকে কেন্দ্র করে এক শহর বিভক্ত হয় দুইভাগে।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। মাদ্রিদ ডার্বির ঐতিহ্য ১১৭ বছরের পুরনো। লড়াইটা দুই ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তি ও দিয়েগো সিমিওনেরও। এর আগে দু’জনের ১৮ বারের দেখায় ৭ ম্যাচ জিতেছেন আর্জেন্টাইন কোচ। সমান সংখ্যক জয় আনচেলত্তিরও।

লা লিগায় অধিকাংশ মৌসুমে আধিপত্য থাকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। এবারের মৌসুমে দু’দলের গতিপথ কিছুটা হলেও ভিন্ন। চ্যাম্পিয়নস লিগে ছুটছে রিয়াল। আর লা লিগায় শীর্ষস্থানের চূড়ায় বার্সা। তবে হাল ছাড়ার পাত্র নয় মাদ্রিদিস্তারা। ৫২ পয়েন্ট নিয়ে টেবিল টপারদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থাকলেও লক্ষ্যে অবিচল কার্লো আনচেলত্তি বাহিনী।

অন্যদিকে, সময়টা ভালো যাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের। লা লিগায় ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সিমিওনে শিষ্যরা। সঙ্গে ইনজুরিতে আছে দলের ২ ফুটবলার। রদ্রিগো ডি পল ও থমাস লেমারের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা মিস করবেন ম্যাচটি। আতোয়াঁ গ্রিজমানের কাঁধে থাকবে গুরুদায়িত্ব। তবে আর্জেন্টাইন কোচের জন্য স্বস্তি খবর হচ্ছে, লা লিগায় সবশেষ টানা ৬ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি।

দু’দলের ২৩০ দেখায় ১১৪ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, অ্যাটলেটিকোর জয় ৫৭টিতে। আর, ড্র হয়েছে ৫৯ ম্যাচ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply