শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কিয়েভে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় চীন। বেইজিংয়ের এ প্রস্তাব সামনে আসার পরই চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন জেলেনস্কি। যদিও জিনপিংয়ের সঙ্গে জেলেনস্কি বৈঠকের আগ্রহ প্রকাশের পর এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি চীন।

এদিকে চীনের শান্তি প্রস্তাবকে ভিন্নভাবে মূল্যায়ন করেছে পশ্চিমারা। তাদের দাবি, রাশিয়াকে এখনও অস্ত্র দেয়ার চিন্তা করছে বেইজিং।

প্রসঙ্গত, চীনের ১২টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে যুদ্ধের কারণে শস্য রফতানি বাধাগ্রস্তের বিষয়টি। প্রস্তাবে বলা হয়, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রফতানি চালু থাকলেও এখনো তা স্বাভাবিক হয়ে ওঠেনি। বৈশ্বিক খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে বিঘ্নিত শস্য রফতানি নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় চীন। চীনের এ শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply