জেলায়-জেলায় অনুষ্ঠিত হলো বিএনপির পদযাত্রা। এরমধ্যে কয়েকটি স্থানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এসব কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি জানান দলটির নেতারা।
এদিকে, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রায় ব্যানারের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। পরে অন্য নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
পটুয়াখালীতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছে দলটি। জানায়, তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গাজীপুরের কর্মসূচিতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পুলিশি বাধার মুখে পড়ে পদযাত্রাটি। পুলিশি বাধায় পদযাত্রা পণ্ড হয় ঝালকাঠিতে। আর নাটোরের কর্মসূচিতে যোগ দেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সেখানে ঘটেছে ককটেল বিস্ফোরণ।
বাগেরহাট-নেত্রকোণাসহ বেশ কয়েকটি স্থানেও পদযাত্রায় বাধা ছিল। এ সময়, সরকারের নানা সমালোচনা করেন বক্তারা।
মানিকগঞ্জের পদযাত্রায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, জনসম্পৃক্ততা হারিয়েছে শাসক দল।
/এমএন
Leave a reply