মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এসময় এগিয়ে এলে বাবা ও ভাইকেও কুপিয়ে আহত করে সে। এসময় ঘাতক ছেলে রায়হানকে (২৫) আটক করে গাছের সাথে বেধে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
সোমবার ভোর ৪ টার দিকে সিংগাইর ও ধামরাই উপজেলার মধ্যবর্তীস্থান খড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামছুদ্দিন মিন্টু জানান, ওই গ্রামের আব্দুল বাসেদের ছোট ছেলে রায়হান কিছুটা মানসিক ভারসাম্যহীন। একারণে মা-বাবা তাকে সঙ্গে নিয়ে ঘুমাতেন।
প্রতিদিনের মতো রোববার রাতে তারা একই ঘরে ঘুমায়। ভোর ৪ টার দিকে রায়হান হঠাৎ দা দিয়ে তার মা জামেলা বেগমকে (৬০) এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় বাবা আব্দুল বাসেদ (৭০) ও পাশের ঘর থেকে ভাই রতন (৩০) এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে সে। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় বলেও জানান তিনি।
এদিকে আহত বাবা ও ভাইকে সাভার এনাম ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ধামরাই থানার এসআই কামাল ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার এবং ঘাতক রায়হানকে আটক করে থানায় নিয়ে যান।
Leave a reply