রাজশাহীতে অনানুষ্ঠানিকভাবে লিটন বিজয়ী

|

এএইচএম খায়রুজ্জামান লিটন

পরবর্তী নগরপিতা নির্বাচন করে ফেলেছেন রাজশাহীবাসী। সিটি কর্পোরেশন নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন।

১৩৮ কেন্দ্রের মধ্যে পাওয়া গেছে সবকটির ফলাফল। এতে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

সোমবার অনুষ্ঠিত তিন সিটি নির্বাচনে রাজশাহীর ফলাফলই সবার আগে আসতে থাকে। এতে, প্রথম থেকেই এগিয়ে ছিলেন লিটন। সময় গড়ানোর সাথে সাথে ভোটের বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যান তিনি। এদিকে, লিটনের জয় নিশ্চিত হওয়ার পর থেকে তার সমর্থকদের উল্লাসে মেতে উঠতে দেখা গেছে। কেউ কেউ মিষ্টিও বিতরণ করেছেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply