দীর্ঘ এক দশকের বেশি সময় শিথিলতার পর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে সিরিয়া-আরব বিশ্বের মধ্যে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে সাক্ষাৎ করেন আরব নেতারা।
সিরিয়ার পার্লামেন্ট সদস্যদের সাথে বৈঠক করেন আরব ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রতিনিধিরা। ছিলেন ইরাক, জর্দান, ফিলিস্তিন, লিবিয়া, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্ট প্রধান। যোগ দেন ওমান ও লেবাননের প্রতিনিধিরাও।
২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভে আসাদ প্রশাসনের দমন পীড়নের জেরে আরব বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সিরিয়া। আরব লীগ থেকে বাতিল করা হয় সিরিয়ার সদস্যপদ। দামেস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় অনেক দেশ। তবে চলতি মাসের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর আবার হাত বাড়িয়ে দেয় আরব দেশগুলো। এমনকি আসাদ বিরোধী বিদ্রোহীদের সহায়তাকারী সৌদি আরব ও আমিরাতও চরম দুর্যোগের মুহূর্তে সিরিয় সরকারের পাশে দাঁড়ায়।
এটিএম/
Leave a reply