দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এর আগে, চলতি মাসের প্রথম সপ্তাহে আরও এক দফা স্বর্ণের দর কমানো হয়।
বিশ্ববাজারে দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। অর্থাৎ, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম হচ্ছে ৯১ হাজার ৯৬ টাকা।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি নতুন দাম নির্ধারণ করেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।
এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা কিনতে গুনতে হবে ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।
/এম ই
Leave a reply